প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মৃত অভিভাবককে ভোটার করা, রেজিস্ট্রেশনবিহীন শিক্ষার্থীর অভিভাবককে ভোটার করাসহ নানা অভিযোগে ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলীর এ আলিম মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। এ নিয়ে পর পর দুবার নির্বাচন স্থগিতের ঘটনা ঘটলো।
জানা যায়, আগামী ২ অক্টোবর উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলীতে এ আলিম মাদ্রাসার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সে লক্ষ্যে ভোটার তালিকা চূড়ান্ত করে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। এরই মধ্যে মোহাম্মদ মাসুদ আলম নামে একজন অভিভাবক চূড়ান্ত করা ভোটার তালিকায় মৃত অভিভাবকদের ভোটার করাসহ নানা অভিযোগ তুলে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। বিষয়টি স্থানীয় পত্রিকায় প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ সঠিক উত্তর না দিতে পারায় ১৮ সেপ্টেম্বর সোমবার মাদ্রসার নির্বাচন স্থগিত করে দেয় মাধ্যমিক শিক্ষা অফিস।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানান, অভিযোগের বিষয়টির সত্যতা পাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে।