প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামে খান বাড়ি জামে মসজিদের উন্নয়নকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। ১৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে খান বাড়ি জামে মসজিদে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় অভিযোগ দেয়া হয়েছে।
মোঃ পলাশ খান জানান, দীর্ঘদিন যাবৎ খান বাড়ি জামে মসজিদের কমিটি নিয়ে বিতর্ক চলে আসছিলো। ঘটনার দিন ওই এলাকার লোকজন নিয়ে কমিটি ও মসজিদের উন্নয়ন নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনার এক পর্যায়ে ওই এলাকার রহমান খানের ছেলে মোঃ শরীফ খান, মোস্তফা খানের ছেলে ফারদীন খান, রহমান খানের ছেলে মোস্তফা খান, জোহর আলীর ছেলে রহমান খান ঐক্যবদ্ধ হয়ে আমার উপর অতর্কিত হামলা করে। এ সময় আমাকে অকথ্য ভাষায় গালমন্দসহ মেরে ফেলার হুমকি দেয়। হামলায় আমি গুরুতর আহত হয়ে নারায়ণপুর হাসপাতলে চিকিৎসা নেই। পরে উপায়ন্তর না পেয়ে মতলব দক্ষিণ থানায় অভিযোগ করেছি।
মোঃ শরীফ খান জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি কাউকে মারধর করিনি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।