মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০

পাঠক ফোরামের ১০০০তম সংখ্যাপূর্তি অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ

চাঁদপুর কণ্ঠ পাঠক ফোরাম আলোকিত মানুষ তৈরির কারখানা

চাঁদপুর কণ্ঠ পাঠক ফোরাম আলোকিত মানুষ তৈরির কারখানা
বিমল চৌধুরী ॥

কবি, লেখক ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর কণ্ঠের নিয়মিত সাপ্তাহিক আয়োজন পাঠক ফোরামের ১০০০তম সংখ্যাপূর্তি অনুষ্ঠান। এ উপলক্ষে ১৫ জুলাই শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কবিতা পাঠ, কেক কাটা, বইয়ের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। তিনি এমন সুন্দর ও পরিপাটি আয়োজনের জন্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি মনে করি চাঁদপুর কণ্ঠ পাঠক ফোরাম আলোকিত মানুষ তৈরির কারখানা। গল্প, কবিতা, ফিচার দিয়ে একটি পত্রিকা সাপ্তাহিক প্রকাশনার মাধ্যমে ১০০০ সংখ্যা প্রকাশ করা সত্যি দুরূহ ব্যাপার। আর হাজার সংখ্যাপূর্তির অনুষ্ঠানে এতো সংখ্যক লেখকের উপস্থিতি দেখে সত্যি আমি মুগ্ধ, অনুপ্রাণিত। পত্রিকাটির এ ধরনের প্রকাশনা আরও বহুকাল অব্যাহত রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি। তিনি পাঠক ফোরাম নামটির সার্থকতা তুলে ধরে বলেন, আমাদের পড়ার অভ্যাস করতে হবে, প্রচুর পড়তে হবে। জ্ঞানী এবং প্রাজ্ঞজন হলে পড়ার বিকল্প নেই। এ পর্যায়ে তিনি দেশের জাতীয় অধ্যাপক প্রফেসর আবদুর রাজ্জাকের বইপড়ার প্রতি যে কী নেশা তা তাঁর জীবন থেকে নেয়া কিছু গল্প তুলে ধরেন।

তিনি দেশের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে বলেন, বিগত কয়েক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল অভূতপূর্ব উন্নয়ন করেছেন তা ধরে রাখতে আমাদেরকে মেধাসম্পন্ন মানুষ হতে হবে। এজন্যে প্রয়োজন প্রচুর পড়া এবং নিজেকে সুশিক্ষিত করা। তিনি সুশিক্ষা অর্জনের পাশাপাশি সাহিত্য চর্চার ওপরও গুরুত্বারোপ করেন।

চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশারের সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। চাঁদপুর কণ্ঠ পাঠক ফোরামের বিভাগীয় সম্পাদক ও তরুণ গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, প্রখ্যাত লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লেখক জমির হোসেন এবং সৌদি প্রবাসী সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর কণ্ঠের সিনিয়র সাংবাদিক মাওলানা আব্দুর রহমান গাজী ও পবিত্র গীতা থেকে পাঠ করেন চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী। পাঠক ফোরামের প্রতি প্রত্যাশা নিয়ে আলোচনা করেন লেখক ও সাংবাদিক, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ এবং পাঠক ফোরামের সাবেক বিভাগীয় সম্পাদক মিজানুর রহমান রানা।

অনুষ্ঠানে প্রাণের চাঁদপুর ফিচার প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন : প্রণব মজুমদার, মাহমুদ হাসান খান, খান-ই আজম, উজ্জ্বল হোসাইন, জান্নাতুল নাঈম, মানিক দাস, সাঈদা আক্তার, পলাশ দে, ইয়াছিন দেওয়ান, মোখলেছুর রহমান ভূঁইয়া ও সৌরভ সালেকীন। তারা ও তাঁদের পক্ষে স্বজনরা অতিথিদের হাত থেকে ক্রেস্ট, উপহার ও প্রশংসাপত্র গ্রহণ করেন। পরে অনুভূতি ব্যক্ত করেন মাহমুদ হাসান খান, খান-ই আজম ও সাঈদা আক্তার।

কবিতা পাঠ করেন ইকবাল পারভেজ, আশিক-বিন-রহিম, কবির হোসেন মিজি, জাহিদ নয়ন, এএম সাদ্দাম হোসেন, নিঝুম খান প্রমুখ। পরে পাঠক ফোরামের ১০০০ তম সংখ্যা পূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশারের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়