প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০০:০০
বরেণ্য চিত্রশিল্পী, চাঁদপুরের কৃতী সন্তান হাশেম খান ইমেরিটাস অধ্যাপক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন। তিনি ইতিমধ্যে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক (২০১১) এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক (১৯৯২) সহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ১৯৪১ সালের ১ জুলাই ফরিদগঞ্জ উপজেলার সেকদী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লা জেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ খানের ৬ষ্ঠ সন্তান। তাঁর অন্যতম ছোট ভাই অধ্যাপক মোহাম্মদ হোসেন খান চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।