মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০

সুন্দর সমাজ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই
বিমল চৌধুরী ॥

মানব উন্নয়ন সেবামূলক প্রতিষ্ঠান জীবন দীপের সহায়তায় শিক্ষা সহায়তা পেল চাঁদপুর শহরের হতদরিদ্র রিকশাচালকের মেয়ে চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর প্রথমবর্ষের ছাত্রী ফাতেমা আক্তার। গত ১১ জুন সন্ধ্যায় শহরের ফিডার রোডস্থ জীবন দীপের নিজস্ব কার্যালয়ে ফাতেমার বাবার হাতে শিক্ষা সহায়তার বিশ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। এ সময় তিনি জীবন দীপের সামাজিক সেবামূলক কাজের প্রশংসা করে বলেন, নিভে যাওয়া জীবনে আলোর প্রদীপ জ্বালাতে কাজ করছে জীবন দীপ। তিনি জীবন দীপের স্বেচ্ছায় রক্তদান, মরণোত্তর দেহদান কার্যক্রমসহ সকল সেবামূলক কাজের প্রশংসা করেন। তিনি বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে সকলকেই আন্তরিক হতে হবে। মেধাবী শিক্ষার্থীরা যাতে আর্থিক অনটনের কারণে শিক্ষা গ্রহণে বাধাগ্রস্ত না হয় সেদিকে সকলের দৃষ্টি দিতে হবে এবং সহায়তার হাত নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি শিক্ষা সহায়তা ট্রাস্ট করার জন্য জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারকে অনুরোধ জানিয়ে বলেন, ট্রাস্টের মাধ্যমে সকলের কাছ থেকেই সহায়তা নেয়া যেতে পারে এবং সামর্থ্য অনুযায়ী স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি একজন শিক্ষার্থীকেও সহায়তা প্রদান শিক্ষিত করে গড়ে তোলা যায়, তাহলে তা হবে সফলতা। এমনও দেখা গেছে গরীব মেধাবী শিক্ষার্থী শিক্ষা সহায়তা নিয়ে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ পর্যায়ে গিয়ে হারিয়ে যায় আর্থিক অসচ্ছলতার জন্যে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আর্থিক সঙ্গতিপূর্ণ ব্যক্তিদেরকে সমাজের ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা এনএসআইর উপ-পরিচালক শাহ মোঃ আরমান আহমেদ। জীবন দীপের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আইনজীবী ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষন মজুমদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ভারত-মৈত্রী সমিতি চাঁদপুর জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ মনোয়ারুল ইসলাম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, জেলা বারের সদস্য অ্যাডঃ সামছুল ইসলাম মন্টু, জীবন দীপের প্রতিষ্ঠাতা সদস্য কাতার প্রবাসী মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবন দীপের অন্যতম পরিচালক মৃদুল কান্তি দাস। উপস্থিত ছিলেন সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট সংগঠক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, জীবন দীপের উপদেষ্টা শিক্ষক মৃণাল কান্তি দাস, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল গোস্বামী, বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রাম রায়, নারী নেত্রী লীলা মজুমদার, বুলি চক্রবর্তী, স্বপ্না ভট্টাচার্য্য প্রমুখ।

উল্লেখ্য, মানব উন্নয়ন সেবামূলক প্রতিষ্ঠান জীবন দীপ প্রতিষ্ঠালগ্ন থেকে স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু করলেও বর্তমানে সংগঠনটির সেবা কার্যক্রম অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জীবন দীপ অসহায়দের মাঝে বিনা-অর্থে আইন-সহায়ত প্রদান, বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান, স্বেচ্ছায় মরণোত্তর অঙ্গদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন।

এ ব্যাপারে জীবন দীপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার বলেন, এক সময় রক্তের জন্য মানুষকে হন্যে হয়ে ছুটতে হতো। সামর্থ্যবানরা রক্ত সংগ্রহ করতে পারলেও গরীব-অসহায়দের জন্য রক্ত সংগ্রহ ছিল কষ্টদায়ক, বর্তমানে চাঁদপুরে এখন সেই অবস্থা নেই। জীবন দীপ সেই সমস্যা নিরসনে চেষ্টা করছে। জীবনদীপের হয়ে সকল সম্প্রদায়ের হৃদয়বান যুবকেরা কাজ করছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জীবন দীপ যদি মানুষের সামান্যতম কল্যাণেও কাজ করতে পারে তাহলেই আমার সার্থকতা। তিনি এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়