মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০

আসছে ১১৪ কোটি টাকার বাজেট
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা হবে ১৪ জুলাই শুক্রবার। এদিন বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। এছাড়া বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, পেশাজীবি প্রতিনিধিসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, এবারের বাজেট হবে আকর্ষণীয় এবং চমক বাজেট। বর্তমান পৌর পরিষদের এটাই প্রথম ওপেন বাজেট ঘোষণা অনুষ্ঠান। বিগত দুই অর্থ বছরের বাজেট ঘোষণা আনুষ্ঠানিকভাবে করা যায়নি করোনাকালীনসহ নানা প্রতিবন্ধকতার কারণে। তাই বর্তমান মেয়র জিল্লুর রহমান জুয়েলের সময়কালের এটাই প্রথম ওপেন বাজেট ঘোষণা অনুষ্ঠান। এ জন্যে তিনি বাজেট ঘোষণা অনুষ্ঠানটিকে আকর্ষণীয় এবং পৌরবাসীর সামনে চমক বাজেট উপস্থাপন করবেন বলে জানা গেছে।

সূত্র থেকে আরো জানা গেছে, রাজস্ব বাজেট, উন্নয়ন বাজেটসহ সব মিলিয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে ১শ’ ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। যা এই পৌরসভার ইতিহাসে এটাই হবে সর্বোচ্চ অংকের বাজেট।

এদিকে এবারের বাজেট ঘোষণা অনুষ্ঠানটি যে স্মরণীয় এবং আকর্ষণীয় হবে তা আমন্ত্রণপত্রের চেহারা দেখেই বুঝা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে কালার এবং যে ধাঁচের কাগজে বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবে আমন্ত্রণপত্র করেন, বাজেট ঘোষণা অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ঠিক একই রকমের আকর্ষণীয় ছাপানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে।

এই আমন্ত্রণপত্রে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল জানান, ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভা ১২৬ বছর ধরে পৌরবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করছে। বর্তমানে পৌরসভাটি নাগরিক সেবার মানোন্নয়ন ও সহজীকরণ, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ, ইতিহাস-ঐতিহ্য রক্ষা ও নান্দনিক শহর গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে। এ স্বপ্ন ও পরিকল্পনাকে ধারণ করে ১৪ জুলাই ২০২৩, শুক্রবার, বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে আমন্ত্রিতদের উপস্থিত হওয়ার জন্যে তিনি অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়