প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
উদ্বোধনের অপেক্ষায় থাকা চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। ১০ জুলাই নির্মাণ কাজ সম্পন্নকরণের শেষপ্রান্তে থাকা কেন্দ্রটি ঘুরে দেখেন তিনি। এ সময় কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শিরিন আক্তার এবং গণপূর্ত বিভাগ চাঁদপুর কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক নির্মাণ কাজের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।