প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০০:০০
ছিনতাইয়ের দুই ঘণ্টার মধ্যে মোবাইল ফোন উদ্ধারসহ ছিনতাইকারীদের আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। সোমবার বেলা সাড়ে বারোটায় চাঁদপুর কালীবাড়ি সংলগ্ন এলাকার মদিনা শপিং মার্কেটের সামনে চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী প্রাইভেট পড়তে সহপাঠীকে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে কৌশলে মেয়েটির কলেজ ব্যাগে রক্ষিত মোবাইল ফোনটি ছিনতাই করে এক ছিনতাইকারী পাচার করে দেয়। সাথে সাথে মেয়েটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে রাব্বী (২৫) নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে তাকে চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করলে পুলিশের কিলোওয়ান টিম ওই ছিনতাইকারীকে সাথে নিয়ে মোবাইল ফোনটি উদ্ধারে অভিযান শুরু করে এবং দুই ঘণ্টার ব্যবধানে সেটি উদ্ধার করতে সক্ষম হয়।
চাঁদপুর সদর মডেল থানার ডিউটি অফিসার এসআই শাহারিন জানান, ঘটনা জানার পর ওসির নির্দেশে অভিযানে নামেন তারা। দুপুর দুটার মধ্যে ঘটনাস্থলের পাশের এলাকা থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার ও ছিনতাইকারী রাব্বী পাটোয়ারীকে আটক করা হয়। পরে অভিভাবকের উপস্থিতিতে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি কলেজ ছাত্রীর হাতে তুলে দেয় পুলিশ।