প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০
মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা (৩৬) সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পালবাজার নামক স্থানে মর্মান্তিকভাবে আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।
জানা যায়, তিনি কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ থেকে ২য় সেমিস্টারের ফরম ফিলাপ করে গৌরিপুর হয়ে সিএনজি অটোরিকশাযোগে নারায়ণপুর আসার পথে পালবাজার নামক স্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গৌরিপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। সোহেল রানার বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের বকাউল বাড়ি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ইহান (৫), ইভান (৩) নামে দুই ছেলে ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের ১ম নামাজে জানাজা মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাদ এশা অনুষ্ঠিত হয়। ২য় জানাজা মোহনপুরের মোহাম্মদপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।