মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০

বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মফিজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন
রেদওয়ান আহমেদ জাকির ॥

সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অবঃ), ধনারপাড় দাখিল মাদ্রাসার সভাপতি, নারায়ণপুর ডিগ্রি কলেজের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

৯ জুলাই মতলব পৌরসভার ধনারপাড় গ্রামে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস। এ সময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সালে আহমেদ সহ একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করে।

জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল, মরহুম মফিজুল ইসলামের ছেলে মহিবুল ইসলাম, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, মতলব পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত সরকার, মরহুম ফ্লাঃ লেঃ এবি সিদ্দিকের ছেলে জাবেদ সিদ্দিক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী প্রমুখ। জানাজার নামাজে ইমামতি করেন মাওলনা জালাল উদ্দিন।

জানাজায় অংশ নেন মতলব মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ সরকার, বীর মুক্তিযোদ্ধা ও ২নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী সরকারসহ অন্য নেতৃবৃন্দ। পরে জোহরের নামাজ শেষে ধনারপাড় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২৮ জুন বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা প্রদান করা হয়। তাঁর নিজ গ্রামের বাড়ি মতলব পৌরসভার ধনারপাড় গ্রামে। চিকিৎসাধীন অবস্থায় তিনি ৮ জুলাই ২টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়