প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের চৌধুরীঘাটের নিকটে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গ্রামের সহজ সরল এক যুবক আরিফ হোসেন প্রধানিয়া (২৩)কে বেদমভাবে পিটিয়ে আহত করেছে। তারা যুবকের কাছে থাকা সর্বস্ব ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের পর ৮ জুলাই শনিবার বিকেলে মডেল থানার অফিসার ইনচার্জের নিদের্শে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানান, ঘটনাস্থলের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা রয়েছে। পুলিশ সেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ব্যবস্থাগ্রহণ করলে অপরাধী ছিনতাইকারীদের আটক করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ৭ জুলাই রাত অনুমান সাড়ে ১২টায় চৌধুরী ঘাট এলাকার আবাসিক হোটেল গার্ডেনের নিকটস্থ গলিতে।
জানা যায়, চাঁদপুর শহরে ইদানিংকালে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। শহরের বিভিন্ন স্থানে রাতের আঁধারে এ ধরনের ঘটনা ঘটে চলছে বলে অভিযোগ উঠেছে।
থানার অভিযোগ ও যুবকের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় বাকিলার উত্তরে ছেংগাতলী দেওদ্রোন জয়দী প্রধানিয়া বাড়ির মোঃ দেলোয়ার হোসেন প্রধানিয়ার সহজ সরল প্রকৃতির ছেলে আরিফ হোসেন প্রধানীয়া। সে গত ক’দিন পূর্বে মায়ের সাথে পারিবারিক কলহের কারণে ১০ হাজার টাকা নিয়ে কাউকে না বলে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। পরে ঢাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে তার ক’দিন কেটে যায়। হঠাৎ মায়ের কথা মনে পড়ে যায় আরিফের। তখন সে ঢাকা থেকে শুক্রবার রাত ৮টায় লঞ্চযোগে চাঁদপুর আসে পৌনে ১২টায়। সেখান থেকে সে তার মায়ের জন্যে কাঁঠাল কিনতে চৌধুরীঘাটস্থ কাঁঠালের আড়তে আসে এবং হোটেল গার্ডেনের সামনে দাঁড়িয়ে মায়ের জন্যে কাঁঠাল দেখছিল।
এ বিষয়ে আরিফ হোসেন জানান, সেখানে দাঁড়ানো তিন যুবক ছিনতাইকারী তাকে জোরপূর্বক টেনে অন্ধকারে নিয়ে বেদমভাবে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে এবং এক পর্যায় পিটিয়ে আহত করে। পরে তাকে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করে ফেলে। এ সময় ছিনতাইকারী চক্র তার কাছে থাকা নগদ প্রায় ৫ হাজার টাকা, ১টি মোবাইল ফোন সেট, ১টি মোবাইল ঘড়ি ও সাথে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনার পর রাতেই আহত যুবকের জ্ঞান ফিরে আসে। পরে সে সেখান থেকে রাস্তায় এসে হাউমাউ করে কাঁদতে থাকে এবং ঘটনাটি এলাকাবাসীকে জানালে ক’জন ব্যবসায়ী তাকে নিয়ে ঘটনাস্থলে এসে সেখানে কাউকে খুঁজে পায়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নূর ম্যানশনের নাইটগার্ড মোঃ সেলিম গাজী।
সে ঘটনা শুনে আহত আরিফ হোসেনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন বলে। পরে নাইটগার্ড মোঃ সেলিমের সহায়তায় এ বিষয়ে সদর মডেল থানায় ভুক্তভোগী যুবক আরিফ হোসেন একটি অভিযোগ করেন।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসিন আলম জানান, ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করা হবে।