প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:০০
মানুষ যেনো শান্তিতে, নির্বিঘ্নে দিনাতিপাত করতে পারে সে প্রচেষ্টায় র্যাব সবসময় তৎপর। র্যাবের উপস্থিতি সাধারণ মানুষ স্বস্তি পায়, আর তার বিপরীতে অপরাধীরা আতংকগ্রস্ত হয়ে পড়ে। এই স্বস্তির জন্যই চাঁদপুরে র্যাবের বিশেষ টহল কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে র্যাব-১১ কুমিল্লার একটি টিম চাঁদপুর শহরসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দেয়।
র্যাবের এই কার্যক্রম সম্পর্কে জানানো হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। র্যাবের স্বাভাবিক কার্যক্রমের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক চাঁদপুর জেলায় বিশেষ টহল পরিচালনা শুরু করেছে। র্যাব-১১, কুমিল্লা কর্তৃক ২৪ ঘন্টার জন্য বিশেষ টহল পরিচালনা কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও হত্যা, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ অন্যান্য অপরাধের মাত্রা তুলনামূলক বেড়ে যাওয়ায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্যে র্যাবের এই বিশেষ কার্যক্রম। যে কোনো প্রকার নাশকতা বা হামলা মোকাবেলায় র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা তৎপর রয়েছে। এছাড়াও চাঁদপুর শহরের বিভিন্ন দর্শনীয় স্থান, পার্ক, শপিং মল, রেস্টুরেন্ট ও অন্যান্য জনসমাগম স্থলের নিরাপত্তায় র্যাব-১১, কুমিল্লা কর্তৃক গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সাদা পোশাকে র্যাব সদস্যদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিতকরণে র্যাবের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।