প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০০:০০
অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি
অনলাইন ডেস্ক
রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান মাহমুদা খানম ও সেক্রেটারী ডালিয়া খানম ইনার হুইল জেলা-৩২৮, বাংলাদেশ-এ সামগ্রিক কার্যক্রমে তাদের ক্লাব দ্বিতীয় হওয়ায় ট্রফি, সনদ ও অন্যান্য পুরস্কার হাতে উচ্ছ্বসিত অবস্থায়। গত শুক্রবার বিকেলে আয়োজিত অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে তাদের ক্লাবের সাত সদস্যের দল অংশ নেয়।