প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০
আজ চাঁদপুর কণ্ঠের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
![আজ চাঁদপুর কণ্ঠের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী](/assets/news_photos/2023/06/17/image-34394.jpg)
আজ ১৭ জুন চাঁদপুরের সর্বপ্রথম ও সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘চাঁদপুর কণ্ঠ’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং গৌরবের ৩০ বছরে পদার্পণ। আজ থেকে ২৯ বছর আগে ইলিশের রাজধানী চাঁদপুর শহর থেকে প্রকাশিত হয় চাঁদপুর কণ্ঠ। প্রথমে সাড়ে ৪ বছর সাপ্তাহিক, তারপর থেকে দৈনিক। হাঁটি হাঁটি পা পা করে পত্রিকাটি আজ পূর্ণ যৌবনে। ২৯ বছর পূর্ণ করে ৩০ বছরে আজ পা রাখলো। চাঁদপুরের সংবাদপত্র জগতে দীর্ঘদিন নিরবচ্ছিন্ন প্রকাশনা এবং বিবিধ সামাজিক কাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে চাঁদপুর কণ্ঠ। পত্রিকাটির প্রিন্টিং সংস্করণের পাশাপাশি অনলাইন সংস্করণের পাঠকও খুবই আশাব্যঞ্জক। পাঠকের অকৃত্রিম ভালোবাসা চাঁদপুর কণ্ঠকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দুর্দান্ত ভূমিকা রাখছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উপজেলা পর্যায় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এগারোটি বিশেষ পাতা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে, যেমনটি জেলা পর্যায়ের কোনো দৈনিকের জন্যে বিরল ঘটনা।