শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে কসাইয়ের ফ্রিজে থাকা আড়াই মণ পচা গরুর মাংস জব্দ
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ বাজারের এক মাংস বিক্রেতা তথা কসাইয়ের ফ্রিজে রক্ষিত একশ’ কেজির বেশি পচা গরুর মাংস ধ্বংস করা হয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ পৌর হকার্স মার্কেটের হাজী আবু তাহের গরুর মাংসের দোকান থেকে পচা মাংস জব্দ করা হয়। পরে জব্দকৃত মাংসগুলো নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ধ্বংস করা হয়।

জানা গেছে, এদিন দুপুরে নিরাপদ খাদ্য আইনে অভিযান পরিচালনা করেন উপজেলা স্যানিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ সামছুল ইসলাম রমিজ। এ সময় হাজী আবু তাহের গরুর মাংসের দোকানের রেফ্রিজারেটরে (ফ্রিজে) রাখা দুর্গন্ধযুক্ত একশ’ কেজির বেশি পচা গরুর মাংস জব্দ করা হয়। অভিযানে দোকানের মালিক মোঃ আবু তাহেরসহ অন্য মাংস ব্যবসায়ীদের সতর্ক এবং উপস্থিত জনসাধারণকে নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে সচেতন থাকার আহ্বান জানানো হয়। এরপর জনসম্মুখে জব্দকৃত পচা মাংস ধ্বংস করা হয়।

এ বিষয়ে মাংসের দোকানের মালিক মোঃ আবু তাহের জানান, মাংসগুলো এক মাস আগে ফ্রিজে রাখা হয়েছে। তিনি অসুস্থ হওয়ার কারণে তিনি দোকানে আসেননি, তাই মাংসগুলো বিক্রি করা হয়নি।

উপজেলা স্যানিটারি পরিদর্শক মোঃ সামছুল ইসলাম রমিজ জানান, বিক্রয় করার উদ্দেশ্যে দুর্গন্ধযুক্ত পচা মাংস ফ্রিজে সংরক্ষণ করে রাখায় দোকানের মালিক ও মাংস বিক্রেতা মোঃ আবু তাহের ও হারুন মিয়ার নামে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হবে। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়