প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনাকে হত্যা কিংবা সরিয়ে ক্ষমতায় যাওয়ার খায়েস না করে নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। কারণ, বিএনপি-জামাত সন্ত্রাস আর নৈরাজ্য ছাড়া কিছুই বুঝে না। তাই শক্ত হাতে তাদেরকে দমন করতে হবে।
৩ জুন শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামাত ও স্বাধীনতা বিরোধীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। আগুন সন্ত্রাস আর চলবে না। বাংলার মানুষ আর মেনে নেবে না। বিএনপি-জামায়াতকে রুখতে মাঠে থাকবে আওয়ামী লীগ। সামনেই সংসদ নির্বাচন। নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শরীফ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াসুর রহমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস মিয়াজী, সহ-সভাপতি হারুন মেম্বার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ সোহেল চৌধুরী, শেখ রাসেল শিশু কিশোর মেলার নেতা জহির উদ্দিন, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন, ছাত্রলীগ নেতা ফরহাদ ও রোকন।