প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০০:০০
![তীব্র গরমের কারণে প্রাইমারি স্কুল ৪ দিন বন্ধ](/assets/news_photos/2023/06/05/image-33902.jpg)
স্টাফ রিপোর্টার ॥
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস আজ ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে। দেশব্যাপী তীব্র দাবদাহের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এ বন্ধ ঘোষণা করা হয়। রোববার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোমালমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।