প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০
হাজীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন স্বামী-স্ত্রী দু’জনেই। শুক্রবার (২ জুন) বিকেলে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিজি বাড়ির মৃত আঃ গফুর মিজির ছেলে হাজী মোঃ মমিন মিজি (৭০) ও তার স্ত্রী নূরজাহান বেগম (৬০)। নিহত দম্পতি ১ ছেলে ও ৩ মেয়ের জনক-জননী।
খোঁজ নিয়ে জানা যায়, মমিন মিজি বাড়িতে কবুতর পালতেন। কবুতরের বাচ্চা বিড়ালে খেয়ে ফেলায় কবুতরের বাসার দু’পাশে বিদ্যুতের তার প্যাঁচিয়ে রাখেন। এদিন বিকেলে তিনি কবুতরের বাসায় কবুতর দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় পাশে অবস্থানকারী স্ত্রী নূরজাহান তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে মারা যান দু’জনে। কিছু পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করেছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেয়ার প্রক্রিয়া চলছে।