প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০
![ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৭ জনের মাঝে আর্থিক চেক বিতরণ](/assets/news_photos/2023/06/02/image-33772.jpg)
চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপ লাইনে জ্বালানি তেল পরিবহন শীর্ষক প্রকল্পের জন্যে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত চাঁদপুরের ১৭ জন ভূমির মালিকদের হাতে আর্থিক চেক বিতরণ করা হয়েছে। ১ জুন তারিখ দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই চেক তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোছাম্মৎ রাশেদা আক্তার। এ সময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা এবং সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।