প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০
![কুরিয়ার সার্ভিস থেকে কোস্টগার্ডের বিপুল পরিমাণ কারেন্টজাল জব্দ](/assets/news_photos/2023/06/02/image-33771.jpg)
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ কারেন্টজাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ১ জুন বিকেলে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৪টার সময় বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট শামস সাদিকীন নির্ণয়-এর নেতৃত্বে চাঁদপুর শহরের তালতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় জননী কুরিয়ার সার্ভিস অফিসে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ লক্ষ মিটার নতুন কারেন্টজাল জব্দ করা হয়। জব্দকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল।
কোস্টগার্ডদের মিডিয়া জোনের ওই কর্মকর্তা আরো বলেন, পরবর্তীতে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।