প্রকাশ : ২৬ মে ২০২৩, ০০:০০
অগ্নিবীণার শতবর্ষ : বঙ্গবন্ধুর চেতনার শাণিতরূপ
বঙ্গবন্ধু ও জাতীয় কবির মাঝে যে ঐক্যসূত্র রয়েছে, তা হচ্ছে মানুষের জন্যে সংগ্রাম
------------------জেলা প্রশাসক কামরুল হাসান
বঙ্গবন্ধু এবং কবি নজরুলের মধ্যে চেতনায়, সংগ্রামে ও বিশ্বাসে আমরা চমৎকার সাযুজ্যতা দেখতে পাই। তাঁদের দুজনের মধ্যে আত্মিক সম্পর্ক ও যোগসূত্র রয়েছে অসাধারণ। একজন কবিদের কবি, আরেকজন রাজনীতির কবি। মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনবাংলা বেতার কেন্দ্র থেকে নজরুলের যেসব সংগ্রামী, বিদ্রোহী এবং চেতনার গান-কবিতা প্রচারিত হতো তার দ্বারা মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হতেন, তেজোদীপ্ত হতেন। বক্তারা এভাবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাঝে যে যোগসূত্র ছিলো তা তুলে ধরেন। কবি নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় কবি নজরুল ও বঙ্গবন্ধুকে এভাবে উপস্থাপিত করা হয়।
|আরো খবর
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল হাসান তাঁর বক্তব্যে বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনকে যদি পর্যালোচনা করি তাহলে উভয়কে আমরা এভাবেই মূল্যায়ন করতে পারি যে, তাঁদের পুরো জীবনটা আমাদের জন্যে অনুকরণীয়। বঙ্গবন্ধু ও জাতীয় কবির মাঝে যে ঐক্যসূত্র রয়েছে তা হচ্ছে মানুষের জন্যে সংগ্রাম। অত্যাচারিত, শোষিত মানুষের মুক্তির জন্যে তাঁদের দু’জনের পুরো জীবনটা ছিলো সংগ্রামের।
তিনি বলেন, কবির কবিতা ও গান সেদিন আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে বিজয়ী হওয়ার অনুপ্রেরণা যুগিয়েছে। এঁরা দুজনেই মানবিক কাজের জন্যে সারাজীবন কাজ করে গেছেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণার চেতনায় জীবন গড়তে সকলের প্রতি আহ্বান জানান। তাহলেই আমরা খুঁজে পাবো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও জাতীয় কবিকে।
জেলা প্রশাসক কামরুল হাসান ২৫ মে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে ‘অগ্নিবীণার শতবর্ষ : বঙ্গবন্ধুর চেতনার শাণিতরূপ’ শীর্ষক আলোচনা সভা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বশির আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক এমআর ইসলাম বাবুর উপস্থাপনায় আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক ও শিশু সাহিত্যিক সরকার আব্দুল মান্নান।
এরপর আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
আলোচনা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শিশুদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।