শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০

চাঁদপুরসহ সারাদেশে লঞ্চ চলাচল শুরু
স্টাফ রিপোর্টার ॥

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ১৫ মে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। বিআইডাব্লিউটিএ চাঁদপুর নদী বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চাঁদপুরসহ সারাদেশে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এ ব্যাপারে মাইকিং করা হয়।

সকাল ১০টায় লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, লঞ্চ চলাচলের ঘোষণা করা হলেও ঘাটে যাত্রী সংখ্যা কম। লঞ্চগুলোর সিডিউল ঠিক নেই। ঘাটে এমভি আবে-জম জমণ্ড১, এমভি সোনার তরী-৩, এমভি সোনার তরী-৪ অবস্থান করছে। পর্যায়ক্রমে সিডিউলের লঞ্চগুলো ঘাটে আসছে।

ঘাটে কর্মরত ট্রাফিক পরিদর্শক আবদুর রহমান জানান, যাত্রী আসলে লঞ্চ চলাচলে কোনো সমস্যা হবে না। কারণ একাধিক লঞ্চ ঘাটে অবস্থান করছে। সকাল ১১টায় আবে জম জমণ্ড১ লঞ্চটি সদর ঘাটের উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে যায়।

ঘূর্ণিঝড় মোখার কারণে শুক্রবার দিবাগত রাত সোয়া ১০টায় চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে ১৫ মে সোমবার ভোর ৬টা থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিআইডাব্লিউটিসি হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক ফয়সাল আলম চৌধুরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়