বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১২ মে ২০২৩, ০০:০০

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৪
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে দুইদল শিক্ষার্থীর মধ্যে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ে ৮ম ও ৯ম শ্্েরণীর শিক্ষার্থীদের মধ্যে ১১ মে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ১৩ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। অভিভাবক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ৮ম শ্রেণীর শিক্ষার্থী সাহেদ ও ৯ম শ্রেণীর তৌহিদ তাদের ফেসবুকে লাইক-কমেন্ট নিয়ে গত দুদিন ধরে ম্যাসেঞ্জারে নানা অশ্লীল বাক্য বিনিময় করে। ১১ মে বৃহস্পতিবার তারা উভয়ে বিদ্যালয়ে ক্লাস আসলে এক পর্যায়ে ৯ম শ্রেণীর ইমান, রোখসার, নিরব, শহিদুল, আবরার, তৌহিদ, হিমেল ও সৈকতসহ শিক্ষার্থীরা ধারালো অস্ত্র নিয়ে ৮ম শ্রেণীর ক্লাসে প্রবেশ করে সাহেদসহ তার সহপাঠীদের উপর হামলা চালায়। এতে ৮ম শ্রেণীর সাহেদ, ফাহাদ, আদিল ও ৯ম শ্রেণীর আল-আমিন গুরুতর আহত হয়।

কয়েকজন অভিভাবক জানান, বিদ্যালয়ের দুর্বল প্রশাসনিক ব্যবস্থাপনার কারণে প্রায় দিনই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগতদের সাথে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটিয়ে চলছে। ইতিপূর্বে কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ব্যবস্থাগ্রহণ করা হয়নি। তাছাড়া গত তিন বছর ধরে বিদ্যালয়ে কোনো কমিটি না থাকায় শৃঙ্খলা নেই বললেই চলে।

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছলিম উল্যাহ জানান, ফেসবুকের ঘটনা নিয়ে উল্লেখিত শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে তাদের শান্ত করি। ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রধান শিক্ষকের নির্দেশে দুই শ্রেণীর ১৩ জনক সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, বিষয়টি আমি জানার সাথে সাথে প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। উভয় পক্ষের শিক্ষার্থীদের অভিভাবকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়