প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩, ০০:০০
পিবিআইর তৎপরতায় অপহরণকৃত মেয়েশিশু উদ্ধার হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ। পিবিআই সূত্র মতে, গত ১৯ আগস্টে চাঁদপুর সদরের ধনপর্দ্দী এলাকা হতে পাকা ব্রীজের উপর খেলাধুলা করাকালীন সময় আসামীগণ একটি মেয়েশিশুকে অপহরণ করে। পরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা নং-৫৩/২৩ অনুযায়ী শিশুটিকে উদ্ধার তৎপরতা চালায় পিবিআই। এ মামলার আসামীরা হচ্ছেন বশির গাজী, শামসুন্নাহার, লুৎফুন্নাহার, আখি বেগম ও শাহজাহান গাজী।
পিবিআই সূত্রে আরও জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে মেয়ে শিশুটিকে বগুড়া জেলার সদর থানাধীন ফুলবাড়ি দক্ষিণ পাড়া এলাকা হতে উদ্ধার করা হয়। আর এমন দুর্দান্ত উদ্ধার তৎপরতা চালিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চাঁদপুরের উপ-পুলিশ পরিদর্শক রিয়াদ মঈনুদ্দীনসহ সঙ্গীয় টিম। এসব তথ্য নিশ্চিত করে পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বলেন, আমরা ১০ এপ্রিল সোমবার ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই। পরদিন ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্যে আদালতে তাকে প্রেরণ করি।