প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরে ‘মুজিব শতবর্ষ’ ও ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে নির্মিত চলচ্চিত্র সমূহের মধ্যে মোঃ সেলিম খান পরিচালিত ও তার সুযোগ্য কন্যা পিংকি খান প্রযোজিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১-এ বিশেষ পুরস্কার অর্জন করেছে।
গতকাল ৯ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে টুঙ্গিপাড়ার মিয়া ভাই চলচ্চিত্রের প্রযোজক পিংকি খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাসান মাহমুদ।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শাপলা মিডিয়ার ব্যানারে, স্টরি স্পø্যাস প্রোডাকশন নিবেদিত ও পিংকি খান প্রযোজিত এবং মোঃ সেলিম খান পরিচালিত টুঙ্গিপাড়ার মিয়া ভাই চলচ্চিত্রটি ২০২১ সালে সারাদেশে একযোগে শিল্পকলা একাডেমি এবং উপজেলা পরিষদ মিলনায়তনগুলোতে সম্প্রচার করা হয়। এছাড়া এ চলচ্চিত্রটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সম্প্রচার করা হয়েছিলো। এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি উপভোগ করেন। এ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর শৈশবকালের চরিত্রে অভিনয় করেন মোঃ সেলিম খানের ছেলে চিত্রনায়ক শান্ত খান। চিত্রনাট্যে শামীম আহমেদ রনি। এই চলচ্চিত্রের প্রযোজক রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত পিংকি খান তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, এটি আমার জীবনের সবচে’ গৌরবের অর্জন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ সম্মাননা গ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি এ জন্য পরম করুণাময় আল্লাহতায়ালার প্রতি শোকরিয়া আদায় করছি। সাথে সাথে আমার গর্বিত পিতা মোঃ সেলিম খানের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের প্রতি।