প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০
শাহরাস্তিতে অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু। ৬ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের শিমুলিয়া আশ্রয়ণ প্রকল্পের অসহায় জনগণের মাঝে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন, প্রচণ্ড শীতে যখন কাঁপছে সারাদেশ, তখন বর্তমান সরকার অসহায় জনগণের জন্যে শীতবস্ত্র বিতরণ করছে। আগামীতেও যে কোনো দুর্যোগে আপনারা আওয়ামী লীগকে কাছে পাবেন। যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে থাকবো। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খিজির হায়দার, জাহাঙ্গীর মোঃ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, মাসুদ আলম প্রমুখ।