মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

শনিবার চাঁদপুর স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ ক্রিকেটারদের প্রাথমিক বাছাই
ক্রীড়া প্রতিবেদক ॥

আগামীকাল শনিবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাথমিক বাছাই। যারা মেডিকেলে উত্তীর্ণ হয়েছে তারাই এ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে বলে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটি সূত্রে জানা গেছে।

চাঁদপুর জেলার ৮ উপজেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের মেডিকেল অনুষ্ঠিত হয় গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে। যার তত্ত্বাবধানে ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে জেলা ও উপজেলার ৪৭ ক্রিকেটার মেডিকেলে উত্তীর্ণ হয়।

শনিবার মেডিকেলে উত্তীর্ণ ক্রিকেটারদেকে জেলা অনূর্ধ্ব-১৬ দলের কোচ মোশারফ হোসেন বাবু ও টিম ম্যানেজার মাসুদের কাছে সকাল ১০টায় রিপোর্ট করতে হবে। ওইদিনই জেলার মূল দল গঠনে খেলোয়াড় নেয়া হবে।

এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেব জানান, ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে জেলার অনূর্ধ্ব-১৪ দল চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি, আগামীতে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলও জেলা এবং বিভাগীয় পর্যায়ে ভালো করবে। সকল ক্রিকেটারকে মাঠে উপস্থিত হওয়ার অনুরোধ জানান তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়