প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০
গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নেই মর্মে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ২২ জন নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধার দায়ের করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
হাইকোর্ট রায়ে বলেছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ ধারায় অর্পিত ক্ষমতা বলে গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে সাব কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার জামুকার নেই। এ কারণেই ২০১৭ সালের ৭ এপ্রিল সিদ্ধান্তটি বাতিল করেন।
আইনজীবী তৌফিক ইনাম টিপু বলেন, ২০০৩ সালে সরকার গঠিত ৭ সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি ৪৭২ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন করে। ওই কমিটির সুপারিশের আলোকে পরে ২০০৫ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রিট আবেদনকারী ২২ জন নৌ-কমান্ডোক বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে এবং বীর মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় সম্মানী ভাতা দিয়ে আসছে। কিন্তু কিছু অতি উৎসাহী ব্যক্তির স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের কারণে ওই নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধাদেরকে আবারো যাচাই-বাছাইয়ের আওতায় আনা হয়। গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের পুনরায় যাচাই-বাছাই করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ২২ বীর মুক্তিযোদ্ধা। রিটের শুনানি নিঢে আদালত রুল জারি করেন। আজ রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। সূত্র : ঢাকা পোস্ট।