মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

নরমাল ডেলিভারির জন্যে পরিবেশ তৈরির পাশাপাশি সকলকে সচেতন হতে হবে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে ‘স্টপ হোম ডেলিভারি’ উদ্ভাবনী কার্যক্রম বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সার্বিক সহযোগিতায় ছিলো সেভ দ্য চিলড্রেন, ইউএসএআইডির মামণি মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ অনেক কাজ করছে। মাতৃ ও শিশু মৃত্যুরোধে কাজ করছে সরকার। শুধু মৃত্যু বন্ধ নয়, সুস্থ সন্তান প্রসবের পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, সরকারি হাসপাতালে অনেক কিছু ম্যানেজ না করার কারণে নানা সমস্যা হচ্ছে। সরকারি হাসপাতালে যে সুযোগ-সুবিধা রয়েছে, তা অন্য কোনো হাসপাতালে নেই। প্রথম ডেলিভারিটা যদি আমরা নরমাল করতে পারি, তাহলে পরবর্তীগুলো ভালো হবে। নরমাল ডেলিভারির জন্যে পরিবেশ তৈরি করতে হবে। সচেতন থাকতে হবে। সিজারের কারণে সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমাদের সকল বিভাগ কাজ করছে। আমরা ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করবো। বাল্যবিবাহ বন্ধ করতে হবে। এটি সামাজিক অনেক সমস্যা তৈরি করে। আমরা সকলে সচেতনতার মাধ্যমে এ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা করি।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অব্স) পলাশ কান্তি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ তাবেন্দা আক্তার।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বেলায়েত হোসেন, বালিয়া ইউপির চেয়ারম্যান মোঃ রফিকুল্লাহ পাটওয়ারী, রামপুর ইউপির চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, আত্মনিবেদিতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ এস.এম. মোস্তাফিজুর রহমান, সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি সালাউদ্দিন প্রমুখ।

সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, শাহমাহমুদপুর ইউপির চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, মৈশাদী ইউপির চেয়ারম্যান নূরুল ইসলাম পাটওয়ারী, চান্দ্রা ইউপির চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউপির চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারীসহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, পরিদর্শক, কল্যাণ সহকারী, পরিদর্শিকা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে উপস্থিত সকলকে বিষয়টি অবহিত করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়