রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ০০:০০

মতলবের প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আশরাফ পাটোয়ারীর ইন্তেকাল
রেদওয়ান আহমেদ জাকির ॥

বৃহত্তর মতলবের প্রথম নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী আশরাফ পাটোয়ারী (৭২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ গ্রামের বাড়ি করবন্দে ৩ আগস্ট মঙ্গলবার ভোর চারটায় ইন্তেকাল করেছেন ( ইন্না ইলাহি---রাজিউন)।

বাদ আছর মরহুমের জানাজার নামাজ ধলাইতলী জনতা বাজার মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, উপাদি দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ এলাকার মুসুল্লিগণ অংশ নেন। তিনি উপাদি দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়