প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ০০:০০
বৃহত্তর মতলবের প্রথম নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী আশরাফ পাটোয়ারী (৭২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ গ্রামের বাড়ি করবন্দে ৩ আগস্ট মঙ্গলবার ভোর চারটায় ইন্তেকাল করেছেন ( ইন্না ইলাহি---রাজিউন)।
বাদ আছর মরহুমের জানাজার নামাজ ধলাইতলী জনতা বাজার মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, উপাদি দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ এলাকার মুসুল্লিগণ অংশ নেন। তিনি উপাদি দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন।