প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ০০:০০
বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত রোগীদের জরুরি অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে চাঁদপুর রোটারী ক্লাবের অক্সিজেন ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ৩ আগস্ট সোমবার চাঁদপুর রোটারী ভবনের নূরুর রহমান কনফারেন্স হলে সংক্ষিপ্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ তমাল কুমার ঘোষ, রোটাঃ অধ্যাপক জাকির হোসেন, রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, আইপিপি রোটাঃ নাসির উদ্দিন খান, সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, সহ-সভাপতি রোটাঃ খোরশেদ আলম পাওয়ারী কাঞ্চন, সেক্রেটারী অ্যাডঃ পলাশ মজুমদার, জয়েন্ট সেক্রেটারী উজ্জ্বল হোসাইন, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটাঃ গোপাল সাহা ও বুলেটিন এডিটর রোটাঃ মাহাবুবুর রহমান সেলিম, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব ও রূপসী রোটার্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে জানানো হয়, এই ব্যাংকের অক্সিজেন সেবা পেতে ০১৭৬৪০৫৩২২৫ নাম্বারে যোগাযোগ করতে হবে।