প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০
মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় ব্রতচারী নৃত্য বাংলাদেশ ছায়ানট ভবন ঢাকার ব্রতচারী নৃত্য ও নারায়ণ হাওয়াইন গীটার পরিষদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্রতচারী নৃত্যানুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। মহাসচিব হারুন আল রশিদ। সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার। ব্রতচারীর শিল্পীদের মাঝে মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। নৃত্য ও সংগীতে ছিলেন শামীমা ফেরদৌস, শ্রাবণী, স্মিতা, লাবণ্য, সায়াহ্ন, সুপ্রভা, ঐশি, নিলয়, সিফাত, ইফর ও পুষ্প। লাঠি নৃত্যে ছিলেন দ্বীজু ও তাজু।
রাত ৮টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ হাওয়াইন গীটার পরিষদের মনোজ্ঞ গীটার বাজানো মাধ্যমে সুরের ঝংকার তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে হাওয়াইন গীটার পরিষদের শিল্পীদের হাতে মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অংকন রানার পরিচালনায় গীটারে গানের সুর তুলেন অ্যাডঃ শ্রাবণী দত্ত জয়া, নাজিম রেজা, শফিকুর রহমান জুয়েল, শফিউল্লাহ খোকন ও অংকন রানা।