প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ০০:০০
আজ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি একদিনের সফরে চাঁদপুরে আসবেন। তিনি আজ বেলা ১২টায় ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুরে এসে পৌঁছবেন। ১২টা ১৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের নবনির্মিত বাসভবন উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১২টায় কদমতলাস্থ নিজ বাসভবনে মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের চেক বিতরণ করবেন। বেলা তিনটায় চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত সাংবাদিক সমাবেশ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপর বিকেল সাড়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। এসব অনুষ্ঠান অংশগ্রহণ শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।