বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ৩৩তম অভিষেক অনুষ্ঠান ২০২২-২০২৩ সম্পন্ন

যারা চিত্তে-বিত্তে বড় তারাই রোটারী ক্লাব করে

-----------------সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল

যারা চিত্তে-বিত্তে বড় তারাই রোটারী ক্লাব করে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের প্রাক্তন কৃতী শিক্ষার্থী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল বলেছেন, সমাজের কল্যাণে রোটারিয়ানদের অবদান বিশ্বব্যাপী সমাদৃত। রোটারিয়ানরা সারা পৃথিবীতে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানবসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে। সেবার মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, এর চেয়ে মহৎ আর কিছু হতে পারে না। ১৮ ডিসেম্বর রোববার রাতে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ৩৩তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রোটারী ক্লাব আসলে তারাই করেন যারা চিত্ত এবং বিত্ত উভয় ক্ষেত্রে বড় হয়। তারা নিজের টাকা দিয়ে সবসময় সাধারণ মানুষের সেবা করার কাজে নিয়োজিত থাকেন। এজন্য সকল রোটারিয়ানকে স্যালুট, শ্রদ্ধা এবং সম্মান জানাই।

সচিব বলেন, চাঁদপুর আমার ছাত্রজীবনের অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা। আমার বাবা মরহুম নূরুজ্জামান চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক ছিলেন। বাবার চাকরির সুবাদে ছোটবেলা থেকেই কলেজ পর্যন্ত এখানেই লেখাপড়া। আমি সবার কাছে দোয়া চাই। তিনি বলেন, চাঁদপুরে অনেক কীর্তিমান মানুষের জন্ম হয়েছে, আমরা তাঁদেরকে স্মরণ করি। চাঁদপুর ছোট মহকুমা বা নতুন জেলা নয়, অনেক জেলার চাইতে চাঁদপুর বেশ অগ্রসর। তাই আমি ঢাকায় ফিরে গিয়ে আমার মন্ত্রণালয়ের মাধ্যমে চাঁদপুরের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে। আপনারা জায়গা দিন, ইনশাল্লাহ চাঁদপুরে শিশু একাডেমী ভবন করে দিতে পারবো। এছাড়া প্রধানমন্ত্রী বলেছেন কর্মজীবী মহিলা হোস্টেল করে দেয়ার জন্যে। অনেক বিভাগ ও জেলাতে কর্মজীবী মহিলা হোস্টেল হয়েছে। জায়গার ব্যবস্থা করে দিতে পারলে এখানেও কর্মজীবী মহিলা হোস্টেল ভবন হবে। রোটারিয়ানদের এ অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং যারা এই অনুষ্ঠানে অভিষিক্ত হয়েছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

চাঁদপুর ক্লাব মাঠের মুক্ত মঞ্চে দুইপর্বে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মাকসুদুর রহমান।

রোটারিয়ান পিপি শেখ মনির হোসেন বাবুল ও ক্লাব সেক্রেটারী অ্যাডঃ ওমর ফারুক খান টিটুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুুর প্রেসক্লাব সভাপতি রোটারিয়ান গিয়াসউদ্দিন মিলন ও চাঁদপুর রোটারী ক্লাবের পিপি রোটাঃ তমাল কুমার ঘোষ। আরো বক্তব্য রাখেন চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সদস্য ডেপুটি গভর্নর (পদ্মা জোন) রোটাঃ পিপি মোঃ নূরুল আমিন খান আকাশ ও অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ পিপি আব্দুল বারী জমাদার (মানিক)।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর অভিষেক অনুষ্ঠানে রোটারী প্রত্যয়, বার্ষিক প্রতিবেদন পাঠ এবং নিয়ম অনুযায়ী ২০২২-২৩ রোটারীবর্ষের সভাপতিকে কলার হস্তান্তর করেন রোটাঃ সাখাওয়াত হোসেন শাকিল। অভিষেক উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

অভিষেক অনুষ্ঠানে গত ৪ জুন ২০২২ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিক দ্রব্য বিস্ফোরণে ফায়ার সার্ভিসের যে ৯ জন সদস্য অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন, তাদের মধ্যে কচুয়ার সন্তান মোঃ এমরান হোসেন মজুমদারকে শ্রদ্ধা জ্ঞাপন ও তার পরিবারের সদস্যকে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া সেন্ট্রাল রোটারী ক্লাবের ২ সদস্য রোটারীয়ান শেখ মনির হোসেন বাবুল এবং রোটারীয়ান ডাঃ সাজেদা বেগম পলিনকে তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখায় সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন পেশায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ১৪ জনকে দেয়া হয় সম্মাননা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় শিক্ষাবৃত্তি।

অনুষ্ঠানে ওমর পাটওয়ারী ও মোঃ জিতু মিয়া বেপারীসহ ক্লাবের নতুন সদস্যদের রোটারীর পিন পরিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসআই ডিডি শাহ আরমান আহমেদ, চাঁদপুর সদর ইউএনও সানজিদা শাহনাজ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশীদ, রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২-এর ডেপুটি গভর্নর রোটাঃ পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাসিস্টেন্ট গভর্নর রোটাঃ পিপি নাছির উদ্দিন খান, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ পিপি বাবু লাল কর্মকার, রোটাঃ পিপি মোঃ জামাল হোসেন, রোটাঃ পিপি সফিউদ্দিন আহমেদ, রোটাঃ আইপিপি সাখাওয়াত হোসেন শাকিল, চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক রোটারিয়ান সাজেদা বেগম পলিন, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, সাধারণ সম্পাদক রোটারিয়ান ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, আইপিপি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটাঃ মাহমুদা খানম, চাঁদপুর রোটারী সেক্রেটারী ইলেক্ট রোটাঃ উজ্জ্বল হোসাইন, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ মাহবুবুর রহমান সুমনসহ আরো অনেকে।

সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এরআগে ১৮ ডিসেম্বর চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের শুভ জন্মদিন হওয়ায় ক্লাবের পক্ষ থেকে তাৎক্ষণিক কেক কাটার আয়োজন করা হয়।

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সকল রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও চাঁদপুর রোটারী ক্লাব, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব, চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাব, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ ও অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ অভিষেককে ঘিরে চাঁদপুর ক্লাব মাঠের অনুষ্ঠানস্থল রোটারিয়ান ও রোটার‌্যাক্টরদের মিলন মেলায় পরিণত হয়।

এদিন কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা রাত ৯টায় শুরু হওয়ায় অনুষ্ঠানস্থলেই বড় পরিসরে এলইডি স্কিনের মাধ্যমে আর্জেন্টিনা ও ফ্রান্স দলের খেলা দেখার ব্যবস্থা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়