প্রকাশ : ০২ নভেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সাথে সাথে জমাদান শুরু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কাজী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহআলম মুকুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি আব্দুল মান্নান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু তাহের খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দর্জি, যুবদল নেতা হাজারী কামাল, শাহআলম দর্জি, সৌদি প্রবাসী যুবদল নেতা মোক্তার প্রমুখ।
উল্লেখ্য, এর আগে ইউপি নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। হুমায়ুন কবির কাজী বলেন, ২০ বছরের অধিক ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে আসছি। সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। আমার বিশ্বাস, আগামী ২৮ নভেম্বর ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের নির্বাচনে ভোটারগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিবেন। আমি সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।
এদিকে গতকাল মঙ্গলবার পর্যন্ত পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৯ জন ও সদস্য পদে ৫০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জনসহ মোট ৭২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কাজী, সাবেক ইউপি সদস্য মোঃ আবু সাঈদ খান, মোঃ ফারুক আহমেদ, মোহাম্মদ হোসেন মিন্টু, শেখ মোদাচ্ছের অপু, মোঃ ইসমাইল, হোসাইন আহমেদ রাজন শেখ, রমজান আলী খান ও মোঃ হেলাল উদ্দিন।