প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ হাজী বাড়ি সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আলেয়া বেগম (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টায় চাঁদপুর-লাকসাম রেললাইনের ওই স্থানে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের দৈল বাড়ির হাবিবুল্লাহ প্রধানিয়ার স্ত্রী।
খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ নিহতের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে বলে রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা ট্রেন চাঁদপুর রেলওয়ে বড়স্টেশনের দিকে যাওয়ার পথে বঙ্গবন্ধু সড়কস্থ হাজী বাড়ি এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা ওই নারী হঠাৎ ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে আশপাশের শত শত লোক ভিড় জমায়। কিন্তু কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে ওই নারীর একটি এনআইডি কার্ড পাওয়া যায়। এর সূত্র ধরে ওই নারীর প্রাথমিক পরিচয় জানা যায়।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ বাহার জানান, সংবাদ পেয়ে উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন। ওই নারীর সাথে থাকা ব্যাগে জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। এতে তার পরিচয় নিশ্চিত হয়। স্থানীয়রা বলছে ট্রেনের নিচে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
ওসি আরো জানান, সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরকে জানানো হয়েছে।
বলশীদ গ্রামের ইউপি সদস্য মোঃ আবুল হোসেন জানান, ওই নারী গত কয়েক বছর যাবত মানসিক রোগী। তার স্বামী, দুই ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে। মৃত্যুর ঘটনা পরিবারের সদস্যদের জানানো হয়েছে।