প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ পাইকদী গ্রামে অবস্থিত এএইচবি ব্রিক ফিল্ড। ব্রিক ফিল্ড মালিক পক্ষ লীজ গ্রহীতাদের সাথে জমি ভাড়া নিয়ে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। জমির মালিকরা জানান, আমাদের সাথে চুক্তি অনুযায়ী ভাড়া দেয়া হয় না। ভাড়া দেয়া জমিগুলো ভাড়ার মেয়াদ শেষে চাষাবাদের উপযোগী করে দেয়ার নিয়ম থাকলেও তা চুক্তির কাগজপত্রে লিখা হয় না। ইট ভাটার জায়গা ৩৬২ দাগে ৪ একর ৫৮ শতাংশ তপাদার গং ডিড করে। দেড় একর ভাটার জায়গা ডিড করে না এবং গায়ের জোরে প্রভাব খাটিয়ে ৭শ’ টাকা শতাংশ হিসেবে ভাড়া দেয়। কিন্তু নতুন চুক্তিনামায় ভাড়া বৃদ্ধি করার কথা থাকলেও তা করা হয় না। ৭-৮ হাজার টাকার ইটের মূল্যের সময় নির্ধারণকৃত ভাড়া দিয়ে প্রভাব খাটিয়ে তারা ইটের ভাটা চালিয়ে যাচ্ছে। অপরদিকে ৩০ চৈত্র আগুন নেভানোর নিয়ম থাকলেও তা মানা হয় না। যার ফলে ইটের ভাটার ধোঁয়ায় চারপাশে থাকা ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। এমনকি ইটের ভাটায় যাতায়াতকৃত গাড়ির বিকট শব্দের কারণে পাশে থাকা ২ বিদ্যালয়, ২টি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ব্যাহত হয়। পাশাপাশি সড়ক থেকে ধূলাবালি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে থাকে।
এ ব্যাপারে ইট ভাটায় জমি ভাড়া প্রদানকারী অনেকে বলেন, ব্রিক ফিল্ডের মালিক আমাদের সাথে চুক্তি অনুযায়ী কাজ করে না। আমাদের ন্যায্য পাওনা দেয় না। অনিয়ম করে সময়ের বাইরে ইট ভাটার আগুন নিভিয়ে থাকে। যার ফলে চারপাশের ফল ও ফসল নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে আমরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।