বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ০০:০০

জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে সুষম গতি আসবে
প্রবীর চক্রবর্তী ॥

চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী বলেছেন, চাঁদপুর জেলা পরিষদকে আরো কার্যকরি ও অর্থবহ করে তুলবো। সরকার ইতিমধ্যেই জেলা পরিষদের অনেক পরিবর্তন এনেছে। সদ্য শেষ হওয়া নির্বাচনে প্রতিটি উপজেলা থেকে একজন করে সদস্য নির্বাচন করা ছাড়াও জেলা পরিষদের সাথে পৌর পরিষদ ও উপজেলা পরিষদকে অন্তর্ভুক্ত করেছে। তার মানে উন্নয়ন কর্মকাণ্ডে আরো সুষম গতি আসবে। আমরা চাই সকলে মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাকে গড়ে তুলতে। ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নানা বাধা-বিপত্তি পেরিয়ে এগিয়ে চলছে। তাঁকে যোগ্য সহযোগিতা প্রদানের জন্যে আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

শনিবার সকালে ফরিদগঞ্জ পৌরসভায় পৌর পরিষদের সাথে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়কালে তিনি একথা বলেন। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান পরান, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জাকির হোসেন গাজী, সাজ্জাদ হোসেন টিটু, জাহিদ হোসেন, জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী প্রমুখ।

এর আগে ফরিদগঞ্জ পৌর পরিষদের পক্ষে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানায় পৌর পরিষদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়