বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ০০:০০

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার ॥

গতকাল ২২ অক্টোবর সকাল ১০টায় চাঁদপুর রোটারী ভবনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোঃ সোহরাব হোসেনের পরিচালনায় ও একেএম ফজলুল হক সেলিমের সভাপ্রধানে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় চেয়ারম্যান এলএম কামরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব জাহাঙ্গীর কবির রানা। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব জয়নাল আবেদীন জয়, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব রফিকুল ইসলাম রনু, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হেলাল, শিক্ষাসচিব মোঃ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সচিব মোঃ ইব্রাহিম খলিল, মতলব উপজেলার মোহাম্মদ আলী মুকুল, ফারুক আহমেদ, চাঁদপুর সদর উপজেলার শেখ মোঃ হারুনুর রশিদ, ফজলুল করিম বাসেত, সাইফুল ইসলাম, ফয়জুল হক, আলমগীর সরকার প্রমুখ।

সভায় মোঃ জাহাঙ্গীর আলমকে সভাপতি ও মোঃ সোহরাব হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটি এবং সাইফুল ইসলামকে সভাপতি ও বাবুল দেকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট সদর উপজেলা কমিটির প্রস্তাবিত নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাহাঙ্গীর কবির রানা। প্রায় ৫০টি কিন্ডারগার্টেনের ৬০ জন প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। সকল সদস্যকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়