বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০

বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক ভূঁইয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়ার পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য ও চাঁদপুর জেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক ভূঁইয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ২১ অক্টোবর শুক্রবার বাদ আছর পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চাঁদপুর শহরের মধ্য ইচলী পাকা মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে মিলাদণ্ডকিয়াম করেন শাহসূফি শাহেন শাহ জামে মসজিদের খতিব মাওঃ আতিকুর রহমান গাজী। মরহুম আঃ মালেক ভূঁইয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধ্য ইচলী পাকা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোহাম্মদ উল্লাহ। এ সময় টুটুল ভূঁইয়ার মাতাসহ মৃত স্বজনদের জন্যেও দোয়া করা হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ও এলাকার মুরুব্বি রফিকুল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, দপ্তর সম্পাদক এমরান হোসেন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, অ্যাডঃ হেলাল হোসাইন, কাউন্সিলর সফিকুল ইসলাম, আঃ মালেক শেখ, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, যুবলীগ নেতা গাজী আঃ গণি, ওয়াহিদুর রহমান বাবু, ছাত্রনেতা রবিন পাটওয়ারীসহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় নেতা-কর্মী ছাড়াও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, পরিবারের পক্ষ থেকে মরহুমের সন্তান মাহফুজুর রহমান টুটুল, ফারুক হোসেন ভূঁইয়া, কামরুল হাসান টিটুসহ আত্মীয়-স্বজন, দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লীগণ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। পরে সবার মাঝে তবররুক বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়