বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০

পাগলা কুকুরের আতঙ্কে বকুলতলাবাসী
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পালবাজার বকুলতলায় পাগলা কুকুরের কামড় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। গত একমাসে পাগলা কুকুর ৬নং ওয়ার্ডের রেলওয়ে কাঁচ্চাকলোনী, পালবাজার ও বকুলতলার মোট পাঁচজন বাসিন্দাকে কামড় দেয়ার খবর পাওয়া গেছে। গত সপ্তাহ খানেক আগে অথই সরকার (১৬) (পিতা সমিরন সরকার) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুকুরটি কামড়ে রক্তাক্ত জখম করেছে। পরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়। গত ১৮ অক্টোবর পথচারী কালু নামক একজনকে কামড়ে জখম করেছে কুকুরটি। গত ২১ অক্টোবর দুপুর দেড়টায় ৬নং বকুলতলার বাসিন্দা ডিশ ব্যবসায়ী ও প্রিন্স আবাসিক হোটেলের মালিক রমজান সরদারের বড় ভাই বিল্লাল সরদারকে কামড়ে রক্তাক্ত জখম করেছে এই পাগলা কুকুরটি। পরে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে জলাতঙ্কের প্রতিষেধক দেয়া হয়। এই কুকুরটি একের পর এক মানুষ কামড়ানোর ফলে এলাকাবাসীর মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বকুলতলার বাসিন্দা সমিরন সরকার, নারায়ণ, আনোয়ার হোসেন, রাজ্জাক বলেন, আমরা এলাকাবাসী এই পাগলা কুকুরটির ভয়ে সবসময় চিন্তিত থাকি। কারণ আমাদের শিশু সন্তানরা বিদ্যালয়ে আসা যাওয়ার পথে যদি কুকুরটি কামড়ে দেয়, কিংবা তারা যখন বিকেলে রাস্তায় খেলতে নামে তখন যদি কামড়ে দেয়-এমন আশঙ্কার মাঝেই আমাদের দিন কাটছে। এই কুকুরটির আতঙ্কে বর্তমান এলাকাবাসী তাদের সন্তানদের বাসা থেকে বের হতে দেয় না। এ বিষয়ে ভুক্তভোগী অত্র এলাকার বাসিন্দারা পৌরসভার মেয়র ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানাসহ পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। এলাকাবাসীর দাবি, অনতিবিলম্বে পৌর কর্তৃপক্ষ যেনো এই পাগলা কুকুরের উপদ্রব থেকে এলাকাবাসী যাতে রক্ষা পেতে পারে তার জন্যে যথাযথ ব্যবস্থা নেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়