প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। বৃহস্পতিবার সকালে তিনি ফরিদগঞ্জ থানা বার্ষিক পরিদর্শনে গেলে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ফুলেল শুভেচ্ছায় পুলিশ সুপারকে স্বাগত জানান।
এরপর পুলিশ সুপার অত্র থানা এরিয়া, ব্যারাক, অফিসসমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে তিনি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও জনকল্যাণমুখী কাজ করার দিক-নির্দেশনা প্রদান করেন।
অতঃপর সাপ্তাহিক চৌকিদার প্যারেড পরিদর্শন শেষে থানা এলাকার মাদক নির্মূল, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও অপরাধ দমন এবং সকল প্রকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার। এ সময় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন উপস্থিত ছিলেন।