বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০

শিশু বয়স থেকে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই
শামীম হাসান ॥

শিশুদের সাথে সময় কাটনোর মাঝে যে তৃপ্তি পাওয়া যায় তা অনন্য, বিশেষ করে আমাদের উপজেলার প্রাণকেন্দ্রে শিশুদের শিক্ষার জন্য এমন প্রাণবন্ত প্লাটফর্ম আছে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। এসব খুদে সোনামণি যে নিয়মিত শিখছে এবং একটা টিম তৈরি হচ্ছে-এটা অভিভাবকদের জন্যে এক বড় পাওয়া। শিশু বয়স থেকে পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। পড়াশোনায় খুব ভালো হয়েও যদি বেসিক জ্ঞানটুকু নিজের মধ্যে না থাকে, তবে বর্তমান প্রতিযোগিতার যুগে জীবনের দৌড়ে টিকে থাকা সম্ভব নয়। এখানকার প্রত্যেক শিশু শিক্ষার্থী অনেক ভাগ্যবানও বটে, তারা নিয়মিতভাবে এখানকার বিভিন্ন বিভাগের শিক্ষকদের কাছ থেকে শিখছে। সাপ্তাহিকভাবে প্রশিক্ষণের জন্য আজ তোমাদের জন্য আরো সুন্দর একটা স্থান উদ্বোধন হলো, যা সত্যিই নতুন করে পাওয়া।

ফরিদগঞ্জে ‘মম্মি এমিলি চিত্রশালা’র উদ্বোধন করতে গিয়ে কথাগুলো বলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা।

এদিন ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে ‘মম্মি এমিলি চিত্রশালা’র কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপর নবীন কচি-কাঁচার মেলার খুদে সদস্য সানজিদা নবী আদ্রিতার সভাপতিত্বে ও উপস্থাপক শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা, ফরিদগঞ্জ থিয়েটার ও ফিরোজ কলিম একাডেমির পরিচালক ফরিদ আহমেদ রিপন। এর আগে সংগীত বিভাগের শিক্ষার্থীরা অতিথিদের সামনে দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার যুগ্ম পরিচালক সাবিনা ইয়াসমিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার যুগ্ম পরিচালক নুরুন্নবী নোমান, চিত্রাঙ্কন শিক্ষক অভিজিৎ রায়, সংগীতের শিক্ষক স্বজন শাহা, ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার যুগ্ম সংগঠক তানজিন ইসলাম আলো এবং সাপ্তাহিক ক্লাসে উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়