প্রকাশ : ২১ অক্টোবর ২০২২, ০০:০০
বিআইডব্লিউটিএ (নৌ-সওপ) বিভাগ, মধ্য ব-দ্বীপ শাখা, চাঁদপুরের যুগ্ম পরিচালক মাহমুদুল হাসান থানদারের বদলিজনিত বিদায় এবং বিআইডব্লিউটিএ (নৌ-সওপ) বিভাগ, মধ্য ব-দ্বীপ শাখা, চাঁদপুরের যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল বাকীর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০ বৃহস্পতিবার দুপুরে বিআইডব্লিউটিএ কার্যালয়ে বিআইডব্লিউটিএ ঠিকাদার কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্যে যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল বাকী বলেন, আমি ৩ বছর পূর্বে চাঁদপুরে কাজ করে গেছি। আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে যেন কর্মক্ষেত্রে ঘুন না ধরে। সকলে মিলে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো মূল থীম।
বিদায়ী যুগ্ম পরিচালক মাহমুদুল হাসান থানদার বিদায়ী অতিথির বক্তব্যে বলেন, আমি এখানে কর্মের তাগিদে অনেকের সাথে পরিচিত হয়েছি এবং কথা বলেছি। কর্মক্ষেত্রে আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি। আমার নতুন কর্মস্থলের জন্যে আপনারা দোয়া করবেন।
বিআইডব্লিউটিএ ঠিকাদার কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক আক্তার হোসেন রাশেদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক ফারহানা বেগম, বিআইডব্লিউটিএ ঠিকাদার কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা মাহফুজুর রহমান টুটুল, সিবিএ চাঁদপুর জেলা শাখার সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, বিআইডব্লিউটিএ ঠিকাদার কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী মোঃ নাছির উদ্দিন, চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি বিপ্লব সরকার, ভারপ্রাপ্ত পন্টুন সারেং গাজী জাহাঙ্গীর, গড়াই জাহাজ-৩-এর মাস্টার নজরুল ইসলাম, হিসাব বিভাগের নিম্নমান সহকারী মোঃ নিজাম উদ্দিন, অফিস সহকারী মোঃ আনোয়ার হোসেন, এসএসবি অপারেটর মোঃ জহিরুল ইসলাম ও শুল্ক আদায়কারী মোঃ এনামুল হক চৌধুরী।
আলোচনা সভা শেষে নবাগত ও বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।