প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ০০:০০
গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের বিজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেন প্রধানীয়া ডিজিটাল কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ভোট পুনরায় গণনা ও কেন্দ্রের ভিডিও ফুটেজ পাওয়ার জন্যে লিখিত আবেদন করা হয়েছে। গত ১৮ অক্টোবর (মঙ্গলবার) তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসানের কাছে এ আবেদন করেন।
আবেদনে মোঃ জাকির হোসেন প্রধানীয়া উল্লেখ করেন, তিনি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে জেলার ৮টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। তার বিজয় ঠেকানোর জন্যে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ভোটকেন্দ্রে সুকৌশলে ডিজিটাল কারচুপি করা হয়। তাই উল্লেখিত দুটি কেন্দ্রের ভোট পুনরায় গণনা ও সিসিটিভির ভিডিও ফুটেজ পাওয়ার তিনি আবেদন করেন।
উল্লেখিত বিষয়সহ নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারীর একটি অভিযোগের জবাব দিতে মোঃ জাকির হোসেন প্রধানীয়া এদিন (মঙ্গলবার) রাতে হাজীগঞ্জ বাজারস্থ একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন।
হাজীগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হাবিবুর রহমানের সভাপ্রধানে সংবাদ সম্মেলনে ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ জাকির হোসেন প্রধানীয়া বলেন, নির্বাচিত চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারীকে আমি অভিনন্দন জানিয়েছি। তিনি নির্বাচিত হওয়ার পর আমার উদ্দেশে বলেছেন, আমি কে, কী আমার পরিচয়। কিন্তু আমি যদি উল্টো প্রশ্ন করি, আপনি (আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী) কে, দলে আপনার কী অবস্থা, আপনার কী অবদান? তাহলে আমাকে বলতে হয় সে কথা। আপনি (আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী) বিদ্রোহী প্রার্থী হিসেবে নমিনেশন (মনোনয়নপত্র) সাবমিট করে দলের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমি জানি না কেনো দলের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন, তা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের (সংবাদকর্মী) ও দলের শীর্ষস্থানীয় নেতাদের।
দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের প্রতি প্রশ্ন রেখে জাকির হোসেন প্রধানীয়া বলেন, একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে কী করে দলের শীর্ষস্থানীয় নেতাগণ অবস্থান নেন। তার পক্ষে নির্বাচন করেন? আমরা যদি দলের কথা বলি, নেত্রীর কথা বলি, দলের নিয়মের কথা বলি, তাহলে শীর্ষস্থানীয় কোনো নেতা ওনার (আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারী) পক্ষ নিতে পারেন না। এমনকি ওনার সেই সংবাদ সম্মেলনেও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মোঃ জাকির হোসেন প্রধানীয়া তার দলীয় পরিচয় তুলে ধরে বলেন, আমি আমার হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সদস্য ও যুবলীগের পদধারী নেতা হিসেবে দলের জন্যে কাজ করি। জীবিকার প্রয়োজনে আমি প্রবাসে যাই। সেখানে গিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। বর্তমানে আমি অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমার ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য।
দলীয় কাজে সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি বন্যার্তদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সহযোগিতা করেছি। জেলা আওয়ামী লীগের ত্রাণ তহবিলে সহযোগিতা করি। দলের পক্ষ হয়ে আমি কোভিডে অস্ট্রেলিয়ায় বাংলাদেশী মানুষের মাঝে পাশে ছিলাম। সে দেশে টানা তিনমাস বাংলাদেশী শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছি। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় আমার সহযোগিতা রয়েছে। তাই আমাকে প্রশ্ন করার আগে ওনার (আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী) জানা উচিত ছিলো, আমি কে। তিনি আরো বলেন, আমি দেশে এসেছি, দেশে আছি এবং দেশে থাকবো। চাঁদপুর জেলাবাসীর সহযোগিতায় কাজ করবো।
সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। তাই আমি দলীয় পদ-পরিচয় উল্লেখ করিনি। কারণ পদ-পদবী ব্যবহার করলে বিদ্রোহী প্রার্থী হিসেবে চিহ্নিত হবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন প্রধানীয়া, ব্যবসায়ী আওলাদ হোসেনসহ উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ।