বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ০০:০০

শাহরাস্তিতে প্রতিনিয়ত ড্রেজারের দৌরাত্ম্য
মোঃ ফারুক চৌধুরী ॥

শাহরাস্তিতে প্রতিনিয়ত ড্রেজারের দৌরাত্ম্যে ফসলী জমি চরমভাবে ক্ষতিগ্রস্ত ও কমে যাচ্ছে। দেখার কেউ নেই। সম্প্রতি ১৫-২০ দিনের মাথায় শাহরাস্তি পৌরসভার ভেতরে ৯নং ওয়ার্ডের চিকুটিয়া রাস্তার পূর্বপাশে রাস্তা থেকে প্রায় চার একরেরও অধিক কৃষি ফসলি জমি ভরাট করে ফেলা হয়েছে ড্রেজার দিয়ে। রাস্তার পশ্চিম পাশ হতে মাটি ড্রেজার পাইপের মাধ্যমে এনে পূর্ব পাশ ভরাট অব্যাহত রয়েছে। এতে করে একদিকে ফসলি কৃষি জমি ভরাট হচ্ছে, অপরদিকে ফসলি কৃষি জমি গর্ত হচ্ছে। শুধু একস্থানে নয়, অনুরূপভাবে শাহরাস্তি উপজেলায় আরো বেশ ক’টি স্থানে জমি ভরাট চলছে। শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ড্রেজার মালিকদের খবর দিয়ে এনে জিজ্ঞাসাবাদ করেছেন এবং ড্রেজার না ব্যবহারের জন্যে সতর্ক করেছেন। এক শ্রেণীর টাকাওয়ালা লোক ফসলি জমি কিনে তা ভরাট করে শতক হিসেবে উচ্চ দামে বিক্রি করছেন। এ বিষয়ে সরকারিভাবে নজরদারি অতীব জরুরি বলে মনে করেন এলাকাবাসী।

শাহরাস্তি উপজেলা কৃষি কর্মকর্তার তথ্য মতে, ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে হাইব্রীড আবাদ অত্র উপজেলায় হয়েছে ৪৫৭৫ হেঃ জমিতে, উফশী আবাদ হয়েছে ৫০৭০ হেঃ জমিতে। মোট ৯৬৪৫ হেঃ জমিতে আবাদ হয়েছে। সবজি আবাদ হয়েছে ৪০৫ হেক্টর জমিতে। খরিপ আমন, রোপা আমনসহ মোট ১৬৬৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। সবজি চাষ হয়েছে ২৫৭ হেক্টর জমিতে। ড্রেজারের দৌরাত্ম্য অব্যাহত থাকলে আবাদী জমি দিন দিন কমতে থাকবে এবং ফসলী কৃষি জমি অতি দ্রুত মাত্রায় কমতে থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়