প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ০০:০০
শাহরাস্তিতে চাঁদপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। ১৯ অক্টোবর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন কর্তৃক শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে তামিম বেকারীকে ২০ হাজার, সুরক্ষা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার এবং হাজী বেকারিকে ২৫ হাজার টাকাসহ সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও ১০টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এই বাজার তদারকি অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ।