প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ০০:০০
মাহে রবিউল আউয়াল উপলক্ষে আজ বৃহস্পতিবার খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবে দুপুর ২টায় সীরাতুন্নবী (সাঃ) সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও বেফাক বোর্ডের সাবেক মহা-পরিচালক শায়খুল হাদীস আল্লামা জোবায়ের আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলার বিশিষ্ট আলেমণ্ডওলামা উপস্থিত থাকবেন। উক্ত সম্মেলনে যথাসময়ে সকল নেতা-কর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা সেক্রেটারী মাওঃ এসএম আনোয়ারুল করীম।