প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ০০:০০
হাইমচর নীলকমল নৌফাঁড়ির পুলিশ গতকাল বুধবার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে একদিনে জাল, নৌকা, ইলিশ জব্দসহ ১৬ জেলেকে আটক করেছে। ফাঁড়ির ইনচার্জ মোঃ হোসেন সরকার জানান, ভোর ৫টা থেকে বেলা ১২টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে স্থানীয় মেঘনা নদীর সাহেবগঞ্জ, মাঝির বাজার, লাল মিয়ার খাল, মধ্যচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা এবং কোস্টগার্ডও আমাদের সাথে ছিলো। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৫ লাখ মিটার জাল, ৪টি নৌকা, ৩০ কেজি মাছ জব্দসহ ১৬ জন জেলেকে আটক করে নৌফাঁড়িতে আনা হয়।
আটক জেলেদের মধ্যে ৫ জনের বয়স কম হওয়ায় ছেড়ে দেয়া হয় এবং ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে ও ৫ জনকে ইউএনওর ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো গরীব ও এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত নৌকাগুলো পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে রাখা হয়েছে।
নৌ এসপির সার্বিক মনিটরিংয়ে অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি ওই পুলিশ কর্মকর্তার।