বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ০০:০০

কচুয়ায় ইউপি চেয়ারম্যান আমির হোসেনের ওপর হামলা
ফরহাদ চৌধুরী ॥

১৭ অক্টোবর অনুষ্ঠিত চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে কচুয়ার গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় তার কার্যালয়ে এ হামলার ঘটনার ঘটে। এ ঘটনায় আমির হোসেন বাদী হয়ে কচুয়া থানায় সালাউদ্দীন ভূঁইয়া, মোজাম্মেল হক, আলাউদ্দিনসহ অজ্ঞাত ১০/১২ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, পরিষদ কার্যালয়ে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকীর আলোচনা সভা চলছিলো। এ সময় জেলা পরিষদ নির্বাচনে কচুয়া ওয়ার্ডের (৬নং ওয়ার্ডের) সদস্য প্রার্থী তৌহিদুল ইসলাম খোকার (বিজয়ী) প্রস্তাবকারী হওয়ায় প্রতিহিংসাপরায়ণ হয়ে একই ওয়ার্ডের পরাজিত প্রার্থী সালাউদ্দীন ভূঁইয়া তার ক’জন সঙ্গী-সাথী নিয়ে তার কার্যালয়ে প্রবেশ করে এ হামলা চালায়। হামলাকারীরা চেয়ারম্যান আমির হোসেনের মাথায় দা দিয়ে কোপ মারার চেষ্টা করলে আমির হোসেন হাত দিয়ে দায়ের কোপ প্রতিহত করেন। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ছুটে এলে হামলাকারীরা স্থান ত্যাগ করে চলে যায়। ঘটনার পর পরই বিজয়ী প্রার্থী তৌহিদুল ইসলাম খোকার সমর্থকরা রহিমানগর বাজার এলাকায় বিক্ষোভ মিছিলসহ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন বিজয়ী সদস্য তৌহিদুল ইসলাম খোকা, চেয়ারম্যান আমির হোসেন, ইউপি সদস্য জহির মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ম সহ-সম্পাদক বাবুল গাজী, কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দীন প্রমুখ।

বক্তারা হামলাকারীদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনী ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান। মিছিল ও সমাবেশের খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান ও অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম খলিল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে চেয়ারম্যানসহ মিছিলকারীদেরকে ন্যায়বিচারের আশ্বাস দিয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা না করার আহ্বান জানালে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। এদিকে একই দিন বিকেলে পরাজিত প্রার্থী সালাউদ্দীন ভূঁইয়ার সমর্থকরাও একই বাজারে পাল্টা প্রতিবাদ মিছিল করে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম খলিল জানান, চেয়ারম্যান আমির হোসেনের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়